ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

খেলা

টেস্টকে বিদায় জানাচ্ছেন মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, জুলাই ৬, ২০১০
টেস্টকে বিদায় জানাচ্ছেন মুরালি

ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই অবসরে যাবেন তিনি।



তবে সবধরণের ক্রিকেটকে বিদায় জানানোর আগে ২০১১ সালের বিশ্বকাপে খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি।

এশিয়া কাপ শেষ হওয়ার পর গত সপ্তাহেই টেস্টকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুরালি। এরই মধ্যে নির্বাচক ও দলে অধিনায়কের সঙ্গে দেখা করে নিজের অভিপ্রায়ও জানিয়ে দিয়েছেন।

নিজের ভবিষ্যত নিয়েও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন মুরালি। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, অবসরের জন্য সঠিক সময় নিয়ে ভাবছেন মুরালি। নিজের কদর থাকতেই ক্রিকেটকে বিদায় নিতে চান তিনি। কিছুতেই দলের জন্য বোঝা হতে চান না।

মুরালি ১৩২ টেস্টে ৭৯২ উইকেট এবং ৩৩৭ একদিনের ম্যাচে খেলে ৫১৫ উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘন্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।