ঢাকা: লিওনেল মেসিকে চেলসিতে আনার চেষ্টা করছেন চেলসি তারকা সেস ফ্যাব্রিগাস। ইতোমধ্যেই গণমাধ্যমে এ খবর প্রকাশ পায়।
ফ্যাব্রিগাস এক সাক্ষাৎকারে বলেন, ‘বার্সাতে মেসি সুখেই আছে এবং মেসিকে পেয়ে বার্সাও সুখে আছে। বার্সাতে আমি ও মেসি সতীর্থ হিসেবে ছিলাম। সে আমার একজন ভালো বন্ধুও বটে। এটা সত্য যে, তার সঙ্গে আবারো খেলার সুযোগ পেলে সেটি হবে অবিশ্বাস্য। ’
তিনি আরো বলেন, ‘আমার খুবই খারাপ অনুভূতি হয়েছিল যখন জানতে পারি আমি নাকি মেসিকে চেলসিতে আনার জন্য চেষ্টা চালাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ। আমাদের মধ্যে এ ব্যাপারে কোন আলাপই হয়নি। তাছাড়া আমি একজন সাধারণ ফুটবলার। ক্লাব কর্তৃপক্ষ কখন কাকে দলে আনবে তা একান্তই তাদের ব্যাপার। ’
এ স্প্যানিশ ফুটবলার জানান, বার্সায় আমি তিন বছর কাটিয়েছি। ঐ সময়ে মেসির মধ্যে ক্লাব ছাড়ার কোন লক্ষণ দেখিনি। যদিও এখন বলা হচ্ছে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় ক্লাব ছাড়তে পারে মেসি। তবে, আমার মনে হয় না মেসি এমনটি করবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৫