ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রান্স দলে আর ফিরবেন না নাসরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ফ্রান্স দলে আর ফিরবেন না নাসরি ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের জাতীয় দল অবসর নিয়েছিলেন সামির নাসরি। মূলত, ব্রাজিল বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তখন সবাই ভেবেছিলেন রাগের বশেই হয়তো অবসর নিয়েছেন নাসরি।

নাসরি নতুন করে জানিয়েছেন, সুযোগ থাকলেও আর জাতীয় দলে ফিরবেন না। যদি, দিদিয়ের দেশমের জায়গায় নতুন কোনো কোচ দায়িত্ব নেয়, তাহলেও জাতীয় দলে খেলার ইচ্ছাপোষন করবেন না বলে জানিয়েছেন নাসরি। তাই তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্ত বলেই ধরে নেয়া যায়।

নাসরি বলেন, ‘ফান্সের হয়ে আমার ক্যারিয়ার শেষ। আমাকে আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না। আমার স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলা। কিন্তু, কোচ আমাকে সে সুযোগ দেয়নি। এজন্যই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’

ম্যানসিটির এ তারকা আরো বলেন, ‘আচরণগত সমস্যার কারণে নাকি আমাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি। আমি দেশমের সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু, তিনি তাতে সাড়া দেননি। দিনশেষে সিদ্ধান্তটা কোচের হাতে। তবে, আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। ’

উল্লেখ্য, ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল নাসরির। ফান্সের হয়ে ৪১ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি ২০১০ সালে ফ্রান্সের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।