ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রদ্রিগেজ জিতলেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রদ্রিগেজ জিতলেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জেমস রদ্রিগেজ

ঢাকা: ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন জেমস রদ্রিগেজ। রিয়াল মাদ্রিদের তারকা এ স্ট্রাইকার ২০১৪ সালের ফিফা পুসকাস পুরস্কার জিততে পিছনে ফেলেছেন স্টিফেন রচি আর রবিন ফন পার্সিকে।



ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জেতা রদ্রিগেজ ব্রাজিল বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। কলম্বিয়াকে স্বপ্ন দেখিয়েছিলেন সেমিফাইনালে নিয়ে যাওয়ার। তবে, দেশকে সেমিফাইনালে নিতে না পারলেও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন ‘গোল্ডেন বুট’।

কলম্বিয়ান এ তারকা ফিফা পুসকাস পুরস্কারের জন্য আগেই মনোনীত হয়েছিলেন। তার সঙ্গে এ সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পেমোন্ট ইউনাইটেডের স্টিফেন রচি এবং নেদারল্যান্ডসের তারকা রবিন ফন পার্সি।

পুরস্কার নেওয়ার পর কলম্বিয়ান তারকা রদ্রিগেজ বলেন, এটি আমার এবং কলম্বিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।