ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালকে ধরবে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রিয়ালকে ধরবে অ্যাতলেতিকো দিয়েগো ‍সিমিওনি

ঢাকা: বর্তমানে শুধুমাত্র লা লিগাতেই নয় পুরো বিশ্বেই যে রিয়াল মাদ্রিদ অন্যতম শক্তিশালী দল তাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল।

তবে, ধীরে ধীরে রিয়ালের পজিশনে যাবে অ্যাতলেতিকো। গত রাতের ব্যালন ডি’অর অনুষ্ঠানে এমন আশাবাদই ব্যক্ত করেছেন অ্যাতলেতিকোর কোচ দিয়েগো ‍সিমিওনি।

গতবার লা লিগায় চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল অ্যাতলেতিকো। নেপথ্যে কারিগর ছিলেন কোচ সিমিওনি। ঐ সাফল্যই তাবে ফিফা বর্ষসেরা কোচের চূড়ান্ত তালিকায় স্থান করে দেয়। যদিও সেরা কোচ হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী কাচ জোয়াকিম লো।

সিমিওনি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গত বছর আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। দলে অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। আশা করছি, গতবারের মতো এবারো ভালো কিছু করতে পারব। ’

এ আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘এ মুহূর্তে রিয়াল অত্যন্ত শক্তিশালী দল। কিন্তু, ধীরে ধীরে আমরাও তাদের স্থানে পৌঁছাতে সমর্থ হবো। ইতোমধ্যেই অামরা কোপা দেল রের নকআউট ম্যাচে রিয়ালকে হারিয়েছি। আশা করছি, মৌসুম শেষে লা লিগায় শীর্ষে উঠতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।