ঢাকা: ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোর বাছাইপর্ব প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল, বেলজিয়ামের মতো ফেভারিট দলগুলো।
সেদিকেই ঝুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আগামী ১৭ নভেম্বর প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর বেলজিয়ামের মুখোমুখি হবে স্প্যানিশরা। ২০০৯ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছিল জাভি-ইনিয়েস্তারা।
মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর স্পেনের বিপক্ষে আর জয় পায়নি বেলজিয়াম। তবে বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। এবার কী হ্যাজার্ড-ডি ব্রুইনরা জাতীয় দলকে অধরা জয়টি উপহার দিতে পারবেন?
স্পেন-বেলজিয়াম দুই দলেই তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। ক্লাব ফুটবলে এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, থিবু কোর্তোয়া, ভিনসেন্ট কোম্পানির মতো বেলজিয়ান খেলোয়াড়রা বেশ সুপরিচিত।
অন্যদিকে, লা লিগার সৌজণ্যে স্পেন দলেও যেন তারকা খেলোয়াড়দের কমতি নেই। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়েই খেলছেন একঝাঁক স্প্যানিশ খেলোয়াড়। এ তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তা, জর্দি আলবা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সার্জিও রামোস ও ইস্কোর নাম না বললেই নয়।
এছাড়াও ইউরোপের অন্যান্য শীর্ষস্থানীয় লিগে সেস ফ্যাব্রিগাস, ডেভিড সিলভা, পেদ্রো রদ্রিগেজ, সান্তি কাজোরলা, ডেভিড ডি গিয়া, থিয়াগো আলকানতারা, হুয়ান মাতা ও আলভারো মোরাতারা দ্যুতি ছড়াচ্ছেন।
সব মিলিয়ে জমজমাট এক প্রীতি ম্যাচই অপেক্ষা করছে। তার ওপর ইউরোর প্রস্তুতি বলে কথা!
এদিকে, ১২ অক্টোবর (সোমবার) ইউরো বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে স্পেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম