ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গুরুর সঙ্গে পরিচিত হলেন শিষ্যরা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
গুরুর সঙ্গে পরিচিত হলেন শিষ্যরা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবলে নতুন নিয়োগ পাওয়া স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরিনোর সঙ্গে অনুর্ধ্ব-১৯ ফুটবল দলকে পরিচয় করিয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। দলটিকে নিয়ে আগামি ছয় মাস কাজ করবেন এই নবনিযুক্ত কোচ।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই পরিচয় পর্ব অনুষ্টিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবলের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী।

পরিচয় পর্ব চলাকালীন সম্প্রতি ঢাকায় অনুষ্টিত হওয়া এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্ব ২০১৬ এ ভুটানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ ড্র হওয়াকে অনাকাঙ্খিত বললেন, কাজী সালাহউদ্দিন।

টুর্নামেন্টে অনুর্ধ্ব-১৯ দলের পারফরমেন্স প্রসঙ্গে বাংলাদেশ ফুটবলের এই দিকপাল আরও বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ২-০ তে জিতলেও ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়াতেই চুড়ান্ত পর্বে বাহরাইনে খেলতে পারলোনা লাল-সবুজের দল। পুরো টুর্নামেন্টে তাঁদের পারফরমেন্স আরও উজ্জ্বল হতে পারতো বলেও মনে করেন, বাফুফে সভাপতি।

উল্লেখ্য গেল ৫ অক্টোবর, বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্টের জন্য সাবেক বার্সেলোনা রাইটব্যাককে নিয়োগ দেয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছয়মাসের জন্য চুক্তিবদ্ধ হওয়া এই স্প্যানিশ কোচ কাজ করবেন, অনুর্ধ্ব-১৯ ও ১৬ ফুটবল দলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।