ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় ক্যারম দলের সেরা সাফল্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জাতীয় ক্যারম দলের সেরা সাফল্য ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইসিএফ কাপ ক্যারম টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্যারম দল পুরুষ দলগত ইভেন্টে সেরা সাফল্য পেয়েছে। তৃতীয় স্থান নিশ্চিত করে দলটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।



পুরুষ দলগত ইভেন্টে ৯টি দেশের মধ্যে তৃতীয় হয়ে বাংলাদেশ জাতীয় দল বিশ্ব র‌্যাংকিংয়েও তৃতীয় স্থান দখল করেছে।

পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মো: হেমায়েত মোল্লা ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। একধাপ এগিয়ে তিনি বর্তমানে ৭ম স্থানে রয়েছেন। অসাধারণ পারফর্ম করা হেমায়েত শ্রীলঙ্কা, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, মালদ্বীপ, সুইডেন, সুইজারল্যান্ডের বিশ্বসেরা ক্যারম খেলোয়াড়দের পরাজিত করেন। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেও লড়াই করেন হেমায়েত।

এছাড়া একক ইভেন্টে দশম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আলি। মহিলা এককে আফসানা নাসরিন নবম স্থান লাভ করেন।

বাংলাদেশ দলের হয়ে ভারতে যান আটজন খেলোয়াড়। চারজন পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি ছিলেন চারজন নারী খেলোয়াড়। সফরে ছিলেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, মোহাম্মদ আলি, সালাহ উদ্দিন, আফসানা নাসরিন, সাবিনা আক্তার, ফারহানা নাসরিন এবং আইনুন নিশাত। দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন মোহাম্মদ রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।