ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোর ওপর আস্থা হারাচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
রোনালদোর ওপর আস্থা হারাচ্ছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: আর তিন বছর পরই রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১৮ সালে ৩৩-এ পা রাখবেন পর্তুগিজ তারকা।

সম্প্রতি চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার পর রিয়ালের হয়ে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করেন রোনালদো। তবে স্প্যানিশ জায়ান্টদের আপাতত সেরকম কোনো ইচ্ছাই নেই।

রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের কথা ভাবছে না রিয়াল। এ ব্যাপারে সিআর সেভেনের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের আলোচনাও হয়েছে। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে রোনালদোর সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে রিয়াল। তিন বছর পরই যার মেয়াদ শেষ হবে। এর আগে ২০০৯ সালে ছয় বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্নাব্যুতে পাড়ি জমান রোনালদো।

ইউরোপের ঘরোয়া লিগগুলোতে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার অ্যাওয়ার্ড জেতার পর রোনালদো বলেছিলেন, ‘রিয়ালের হয়ে অবসর নেওয়া আমার স্বপ্ন। কেউ যদি নিজের প্রতি যত্ন নেয় তাহলে ৪০ বছর বয়স পর্যন্ত খেলা সম্ভব। আরো পাঁচ-ছয় বছর নিজের সেরাটা ধরে রাখতে চাই। এ মুহূর্তে নিজেকে রিয়ালের একজন যোগ্য খেলোয়াড়ই মনে করছি। এ ক্লাবের হয়ে আরো শিরোপা জিততে চাই। ’

উল্লেখ্য, এ মাসের শুরুতেই স্পেন ছাড়ার সম্ভাবনার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন রোনালদো। তবে তিনি এক কথায় বলেন, ‘ভবিষ্যতের কথা আগে থেকেই বলা সম্ভব নয়। ’

অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে রোনালদোর ক্লাব ছাড়ার জোড়ালো গুঞ্জন ওঠেছিল। পরবর্তীতে অবশ্য সবকিছুই স্বাভাবিক হয়। আর গত মাসে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ‘রোনালদোর চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। আমরা চাই সে যেন বার্নাব্যুতেই থাকে। কিন্তু, ভবিষ্যতের কথা তো আর নিশ্চিত করে বলা সম্ভব নয়। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।