ঢাকা: সম্প্রতি রেকর্ড চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে তিনবার হয়েছেন বর্ষসেরা।
তবে পর্তুগিজ তারকা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ব্যালন ডি’অরে গুরুত্ব দিতে রাজি নন। তার কাছে গোল্ডেন বুট জেতাই বিশেষ কিছু। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি গোল করতে ভালোভাসি। সেরা খেলোয়াড় হওয়ার চেয়ে সর্বোচ্চ গোলদাতার ট্রফি জেতাই আমার কাছে মুখ্য। ’
গোল্ডেন বুট জয়কে কঠিনভাবেই দেখছেন রোনালদো, ‘গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের জন্য ইউরোপের অন্যান্য লিগের খেলোয়াড়রা তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে আসছেন। ২০১৬ সালেও এটি জিততে পারব কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। ইংল্যান্ড ও জার্মানির বেশ কয়েকজন প্রতিভাবান স্ট্রাইকার রয়েছে। প্রিমিয়ার লিগে ওয়েইন রুনি, সার্জিও আগুয়েরো এবং বুন্দেসলিগায় অবশ্যই রবার্ট লেভানডফস্কির নাম থাকবে। ’
ক্লাব সতীর্থ ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কথাও তুলে ধরেন রোনালদো, ‘রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার কথা ভুলে গেলে চলবে না। বার্সেলোনায় রয়েছে লুইস সুয়ারেজ। এ মৌসুমে দুর্দান্ত খেলছে বেনজেমা। আর সুয়ারেজ তো লিভারপুলে থাকা অবস্থাতেই এ পুরস্কার জিতেছে। ’ উল্লেখ্য, এর আগে তিনবার গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জেতেন মেসি। কিন্তু, বার্সার সুয়ারেজের কথা বললেও মেসির নাম একবারও উচ্চারণ করেননি সিআর সেভেন!
গোল্ডেন বুট অ্যাওয়ার্ডকে রোনালদো কতটা ভালোভাসেন তা এতেই স্পষ্ট, ‘আমি সত্যিই এ অ্যাওয়ার্ডটি ভালোভাসি। সেরা খেলোয়াড় হিসেবে অন্যান্য পুরস্কারও জেতা সম্ভব। কিন্তু আমার কাছে এটিই সবকিছুর সেরা। আক্রমণভাগের খেলোয়াড়দের প্রধান কাজই হচ্ছে যত বেশি সম্ভব গোল করা। তাই সবসময়ই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকেই দৃষ্টি রাখছি। ’
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম