ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ক্রুইফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ক্রুইফ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ও নেদারল্যান্ডস কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ক্যান্সার রোগ ধরা পড়েছে। এর আগে ১৯৯১ সালে কাতালানদের কোচ থাকা অবস্থায় ক্রুইফের হৃদযন্ত্রে দুইবার বাইপাস সার্জারি করা হয়েছিল।



বার্সেলোনার মুখপাত্রের বরাত দিয়ে এমনটিই নিশ্চিত করেছে গোল ডট কম। জানা যায়, স্পেনে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অসুস্থ হয়ে পড়েন ক্রুইফ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ক্যান্সারের জীবানুর ব্যাপ্তি কতটুকু হয়েছে তা পরীক্ষার রিপোর্টের ওপরই নির্ভর করছে। ক্রইফের শারীরিক অবস্থার মারাত্মক কোনো অবনতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

ক্রইফের নেতৃত্বে প্রথমবারের মতো ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। কিন্তু স্বাগতিক পশ্চিম জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরে ডাচদের স্বপ্নভঙ্গ হয়। এর তিন বছর পরই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ক্রুইফ।

খেলোয়াড়ী জীবনে আয়াক্সের হয়ে পরপর তিনবার ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) শিরোপা জেতেন ক্রুইফ। ওই বছরই ( ১৯৭৩) বার্সেলোনায় যোগ দেন এ স্টাইলিশ প্লেমেকার। কাতালানদের হয়ে প্রথম মৌসুমেই জেতেন লা লিগার শিরোপা।

খেলোয়াড় অপেক্ষা কোচ হিসেবেই বার্সার হয়ে সফলতার সাক্ষর রাখেন ক্রুইফ। তার অধীনে ১৯৯০-৯১ মৌসুম থেকে টানা চারবার স্প্যানিশ লিগের শিরোপা জেতে কাতালানরা। এছাড়া একটি করে ইউরোপিয়ান কাপ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও দু’টি স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।