ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বায়ার্নের ১০০০তম জয় উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বায়ার্নের ১০০০তম জয় উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লোনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা ইতিহাসে ১০০০তম জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে চলতি আসরে ঘরোয়া এ লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।



ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এদিন ক্লোনকে আতিথিয়েতা দেয় বায়ার্ন। তবে পুরো ম্যাচে জার্মান চ্যাম্পিয়নরাই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। আর দীর্ঘ ইনজুরির পর দলে ফিরেই গোলের দেখা পেলেন আরিয়ান রোবেন।

নেদারল্যান্ডসের এ স্ট্রাইকার ম্যাচের ৩৫ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে চার মিনিট পরেই লিড দ্বিগুন করেন আরতুরো ভিদাল। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা।

বিরতির এ মৌসুমে দুর্দান্ত খেলা রবার্ট লেভান্ডভস্কি ৬২ মিনিটে দলের লিড তিনে নিয়ে যান। আর ৭৭ মিনিটে জার্মান স্ট্রাইকার থমাস মুলার আরো একটি গোল করে ক্লোনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের ১০ ম্যাচ শেষে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।