ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মদ্যপান আইনে অভিযুক্ত লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মদ্যপান আইনে অভিযুক্ত লেভানডফস্কি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান ফুটবলে শ্যাম্পেন দিয়ে খেলোয়াড়দের জয় উদযাপন নিয়মিত দৃশ্যই বটে। তবে এমনই এক কান্ডে রীতিমত আইনি ঝামেলায় পড়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।

অবশ্য, পুলিশের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় এ যাত্রায় ছাড় পেয়েছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।

ডেইলি মিররের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা এমন খবরই প্রকাশ করেছে।

সম্প্রতি ইউরো বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি চূড়ান্ত পর্বে ওঠে পোল্যান্ড। জয় উদযাপনের সময় স্টেডিয়ামেই অতিরিক্ত মাত্রায় শ্যাম্পেন পান করেন রবার্ট লেভানডফস্কি। করবেনই না কেন? বাছাইপর্বে তার রেকর্ড ১৫ গোলের সুবাদেই তো পোলিশদের মূল পর্ব নিশ্চিত হয়।

কিন্তু, শ্যাম্পেন পান করে পোল্যাল্ডের মদ্যপ আইন লঙ্ঘন করেন লেভানডফস্কি। দেরিতে হলেও বিষয়টি আমলে নেয় ওয়ারশ পুলিশ ডিপার্টমেন্ট। পোল্যান্ডের মদ্যপ আইন অনুযায়ী, স্টেডিয়ামে ৩.৫ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত পানীয় পান করা নিষেধ। এমনকি, নির্দিষ্ট স্থান ছাড়া মাতাল হওয়াও সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

আইন লঙ্ঘন করার কারণেই লেভানডফস্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে সৌভাগ্যক্রমে এ বিষয়ে আর আগ বাড়ায়নি ওয়ারশ পুলিশ ডিপার্টমেন্ট। তাই এ নিয়ে পোলিশ তারকাকেও ঝামেলায় পড়তে হচ্ছে না।

লেভানডফস্কির এজেন্ট সিজারি কুরচার্সকি বলেন, ‘লেভানডফস্কির বিরুদ্ধে আনা অভিযোগটিকে আমরা গুরুত্ব দিইনি। এ নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। অন্যদিকে, লেভানডফস্কি তার টুইটার পেইজে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও একটি টুইটের রিপ্লাইয়ে লিখেছেন ‘চিয়ার্স’। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।