ঢাকা: ইনজুরির কারণে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নির্বাসিত লিওনেল মেসি। আর এমন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে ক্লাব বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিবেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
সংবাদ মাধ্যমগুলোর এমন উড়ো খবরকে ‘বিব্রতকর’ বলে উল্ল্যেখ করেন বার্তেমেউ। তিনি জানান, মেসি বর্তমানে নিজেকে সুস্থ করার পক্রিয়া চালাচ্ছেন। আর যারা বলে মেসি বার্সেলোনা ত্যাগ করছেন তাদের চুপ থাকা উচিৎ।
বার্তেমেউ বলেন, ‘মেসি রিয়াল-বার্সার ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছে। সে এল ক্ল্যাসিকোতে খেলার ব্যাপারে আশা করছে। তবে তার ইনজুরিটা গুরুতর। ’
তিনি আরো বলেন, ‘লিও ও তার বাবা জানিয়েছে বার্সা ছাড়া অন্য কোন ক্লাবে খেলার ব্যাপারে ২৮ বছরের এ তারকা চিন্তাও করে না। তাদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্কটা দারুণ। ’
বার্সা প্রেসিডেন্ট আরো যোগ করেন, ‘আমরা এখনও মেসির ক্লাব ত্যাগের ব্যাপারে কোন আলাপে যাইনি। যদি এটা কখনও হয় তবে সবকিছু প্রকাশ্যই হবে। মেসির সঙ্গে বার্সার এখনও তিন মৌসুমের চুক্তি রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস