ঢাকা: গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে আর্সেনালে পাড়ি জমান আলেক্সিস সানচেজ। বলতে গেলে, গানারদের হয়ে এখন ফর্মের তুঙ্গে চিলিয়ান স্ট্রাইকার।
গোল ডট কম এর বরাত দিয়ে জানা যায়, সানচেজের সঙ্গে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করবে আর্সেনাল। তবে সাপ্তাহিক পারিশ্রমের অঙ্কটা কত হবে তা এখনো জানা যায়নি। আলোচনা সাপেক্ষেই তা চূড়ান্ত হবে।
বর্তমানে আর্সেনাল স্কোয়াডের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় সানচেজ। ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড সাপ্তাহিক বেতন বাবদ ১ লাখ ত্রিশ হাজার পাউন্ড আয় করেন।
অন্যদিকে, চলতি মৌসুমের শুরুতে গানারদের সঙ্গে চুক্তি নবায়ন করা থিও ওয়ালকটের সাপ্তাহিক বেতন ১ লাখ চল্লিশ হাজার পাউন্ড। সমপরিমান আয় করেন মেসুত ওজিল। জার্মান তারকাও নতুন চুক্তির অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি সানচেজের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একটা গুঞ্জন ওঠে। তবে একটি সূত্রমতে, বার্নাব্যুতে পাড়ি জমানোর কোনো ইচ্ছাই তার নেই। তাছাড়া এরই মধ্যে তিনি মাল্টি মিলিয়ন পাউন্ড মূল্যে লন্ডনের কেনসিংটনে একটি বিলাশবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম