ঢাকা: মৌসুমের শুরু থেকে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারা বার্সেলোনার কোপা দেল রে’র আরম্ভটাও ভালো হল না। তৃতীয় সারির দল ভিলানোভেনসের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে ট্রেবল জয়ী বার্সা।
সেস্তাদিও রোমেরো কুয়েরদায় প্রথম লেগের এ খেলায় লুইস এনরিক অবশ্য দ্বিতীয় সারির দল মাঠে পাঠান। ইনজুরির কারণে এমনিতেই নেই লিওনেল মেসি তবে এদিন ছিলেন না, নেইমার, আগের ম্যাচে হ্যাটট্রিক করা লুইস সুয়ারেজ, নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা সহ বড় তারকারা।
এ ম্যাচে কাতালানরা কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়। বিশেষ করে প্রথমার্ধে নিশ্চিত একটি সুযোগ নষ্ট না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত এ আসরে বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী ১ ডিসেম্বর ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে। আর সে ম্যাচে যদি কোন অঘটনের শিকার হয় বার্সা, তবে ৩২ দলের এ আসর থেকে বিদায় নিতে হবে মেসিদের।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস