ঢাকা: আরেকবার অঘটনের শিকার হল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যাপিটাল ওয়ান কাপে গোলশূণ্য ড্রয়ের পর টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে দুর্বল মিডলবার্গের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় লুইস ফন গালের শিষ্যরা।
প্রিমিয়ার লিগে ভালো পারর্ফম করা ম্যানইউ এদিন ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মিডলসবার্গকে আতিথিয়েতা জানায়। কিন্তু পুরো ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি ওয়েন রুনিরা। উল্টো ম্যাচে ৯০ মিনিটে সফরকারীরা নিশ্চিত একটি সুযোগ থেকে বঞ্চিত হয়।
নির্ধারিত সময়ের পর গোলশূণ্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু পুরো ম্যাচে বাজে খেলা রেড ডেভিলসরা পেনাল্টিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখে। নিজেদের চারটি শটের তিনটিতে ব্যর্থ হয় ম্যানইউ। রুনি, মাইকেল ক্যারিক, ও অ্যাশলে ইয়ং শট নিলেও তা থেকে গোল বঞ্চিত হন।
স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেস পিরেইরা। অন্যদিকে মিডলবার্গের গ্রান্ট লিডবিটার, স্টিয়ার্ট ডোর্নি ও বেন গিবসন গোল করে দলের জয় এনে দেন।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস