খুলনা: খুলনা বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনার খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, খেলাধুলা শুধু বিনোদনেরই মাধ্যম নয় এর সঙ্গে দেহ ও মনের সম্পর্ক রয়েছে। আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ফুটবল। খেলাধুলার মাধ্যমে জাতির পিতা সম্পর্কে শিশুরা যাতে জানতে পারে এজন্য প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন টুর্নামেন্টে তাদের অংশ নেওয়া দরকার। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে আরও বেশি অবদান রাখার সুযোগ পাবে।
তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ের সকল শ্রেণির পাঠ্যবই-এ স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। এর ফলে শিশুরা জাতীয়তাবোধে উজ্জীবিত হবে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান।
খুলনা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ পরিচালক এ কে এম গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং শিশুদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষেই বর্তমান সরকার ২০১০ সাল থেকে এ টুর্নামেন্ট শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআরএম/বিএস