ঢাকা: হাভিয়ের পাস্তোরে ও মারকুইনহোসকে ছাড়াই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শারীরিক অসুস্থতায় ভুগছেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাস্তোরে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে প্যারিসে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম সাক্ষাতে কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি হয়।
পাস্তোরে-মারকুইনহোস না থাকলেও দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজ। হাঁটুর ইনজুরি কারণে গত চার ম্যাচে মাঠের বাইরে ছিলেন ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদও ইনজুরি সমস্যায় ভুগছে। সার্জিও রামোস ও পেপে কাঁধের ইনজুরি কাটিয়ে উঠলেও লুকা মডরিচ ও করিম বেনজেমার খেলা নিয়ে রয়েছে সংশয়। ওয়েলস তারকা গ্যারেথ বেল অনুশীলনে ফিরলেও পিএসজির বিপক্ষে তার মাঠে নামা অনিশ্চিত।
উল্লেখ্য, গ্রুপ ‘এ’তে রিয়াল-পিএসজি দু’দলই তিন ম্যাচে সমান দু’টিতে জয় একটিতে ড্র করে। পয়েন্ট সমান (৭) হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে স্প্যানিশ জায়ান্টরা। তবে এবার ঘরের মাঠে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জের সম্মুখীন গ্যালাকটিকোরা!
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম