ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিএসজির বিপক্ষে ফিরছেন বেনজেমা-রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পিএসজির বিপক্ষে ফিরছেন বেনজেমা-রদ্রিগেজ ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে গত আগস্ট থেকে দলের বাইরে জেমস রদ্রিগেজ। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে করিম বেনজেমাও মাঠের বাইরে।

তবে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর হচ্ছে, দু’জনই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিরতে পারেন। কোচ রাফা বেনিতেজ এমন ইঙ্গিতই দিয়েছেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) গ্রুপ পর্বের ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে প্যারিসে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম সাক্ষাতে কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি হয়।

এক সাক্ষাৎকারে বেনিতেজ বলেন, ‘পিএসজির বিপক্ষে বেনজেমা দলে থাকতে পারে। তবে খেলার জন্য তার এখনো আত্মবিশ্বাস প্রয়োজন। রদ্রিগেজও তালিকায় রয়েছে। কিন্তু, তার মানে এই নয় যে, সে খেলবে। কারণ, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার ম্যাচ খেলার মতো ফিটনেসের ঘাটতি রয়েছে। ’

এদিকে, বেনজেমার মতো গ্যারেথ বেলও গত মাসের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে ছিলেন। তবে ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন ওয়েলস তারকা। কিন্তু পিএসজির বিপক্ষে বেল খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, গ্রুপ ‘এ’তে রিয়াল-পিএসজি দু’দলই তিন ম্যাচে সমান দু’টিতে জয় একটিতে ড্র করে। পয়েন্ট সমান (৭) হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে স্প্যানিশ জায়ান্টরা। তবে এবার ঘরের মাঠে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জের সম্মুখীন গ্যালাকটিকোরা!

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।