ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হাসান মেমোরিয়াল চেস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন হাসান মেমোরিয়াল চেস ক্লাব

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৫’তে হাসান মেমোরিয়াল চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। হাসান মেমোরিয়াল ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে।



হাসান মেমোরিয়ালের পক্ষে ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ এনায়েত হোসেন, আহমেদ হোসেন মজুমদার এবং আজিজুল হাসান।

শেখ রাসেল দাবা ক্লাব ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। শেখ রাসেল চেসের পক্ষে অংশ নেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শওকত হোসেন পল্লব, মোঃ হাসান ঈমাম, কাজী তাহেরুল ইসলাম ও বরিউল ভূঁইয়া। ৯ পয়েন্ট নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ শিশু একাডেমি তৃতীয় ও নেবুলা চেস ক্লাব চতুর্থ স্থান লাভ করে। ৮ পয়েন্ট নিয়ে চেসকিউ পঞ্চম, রসুলপুর দাবা ঘর ষষ্ঠ ও সোনারগাঁও চেস ক্লাব সপ্তম স্থান লাভ করে।

শেষ রাউন্ডের খেলায় হাসান মেমোরিয়াল ৪-০ পয়েন্টে রসুলপুর দাবাকে, শেখ রাসেল চেস ৩-১ পয়েন্টে এবি ট্রেডার্স চেস ক্লাবকে, শিশু একাডেমি ৪-০ পয়েন্টে মোহাম্মদপুর চেস ক্লাবকে, নেবুলা চেস ২.৫-১.৫ পয়েন্টে নিউ নেশন চেস ক্লাবকে, সোনারগাঁও ২.৫-১.৫ পয়েন্টে ঢাকা চেস ক্লাবকে, চেসকিউ কনিকা সাংস্কৃতিক সংঘকে, বাংলাদেশ মহিলা দাবা সমিতি ২.৫-১.৫ গেন্ডারিয়া ফ্রেন্ডস চেস ক্লাবকে এবং শান্তিনগর ক্লাব ৩-১ পয়েন্টে জান্নাত চেস ক্লাবকে পরাজিত করে।

আগামীকাল (মঙ্গলবার, ০৩ নভেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ,এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দাবা লিগের বিজয়ী দলসমূহের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চ্যাম্পিয়ন হাসান মেমোরিয়াল ও শেখ রাসেল চেস আগামী বছর প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। এবারের দ্বিতীয় বিভাগ লিগে ১৮টি দল অংশগ্রহণ করে।

এদিকে, সাইফ পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হবে।

দেশের ৪ গ্র্যান্ড মাস্টার, ২ আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টারসহ ১৪জন খেলোয়াড় এবারের জাতীয় ‘এ’ দাবায় অংশ নিচ্ছেন।

জাতীয় ‘এ’ দাবার খেলা রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ ইভেন্ট হতে গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা সম্ভব।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।