ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় পেয়েছেন রাজীব-পরাগ-দেবরাজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জয় পেয়েছেন রাজীব-পরাগ-দেবরাজরা ছবি : সংগৃহীত

ঢাকা: সাইফ পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা মঙ্গলবার (০৩ নভেম্বর) হতে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হয়েছে।

সরকারের যুগ্ম সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মিঃ অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের জাতীয় দাবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



দেশের ৪ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টারসহ ১৪জন খেলোয়াড় এবারের জাতীয় ‘এ’ দাবায় অংশ নিচ্ছেন।

মঙ্গলবার প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব নিজ দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে এবং সিলেটের সাইফুল ইসলাম চৌধুরী নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন।

গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেছেন।

জাতীয় ‘এ’ দাবার খেলা রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতের অনুষ্ঠিত হচ্ছে। এ ইভেন্ট হতে গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা সম্ভব হবে জানিয়েছে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।