ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আস্তানায় অ্যাতলেতিকোর হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আস্তানায় অ্যাতলেতিকোর হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরেকবার হোঁচট খেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। অপেক্ষাকৃত দুর্বল দল আস্তানার বিপক্ষে জয় তুলে নিতে পারেনি দিয়েগো সিমিওনের দল।

গোলশূন্য ড্র করেছে অ্যাতলেতিকো।

আস্তানার মাঠে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ধরে রেখে খেললেও কাঙ্খিত গোলের দেখা মেলেনি স্প্যানিশদের। গত অক্টোবরে নিজেদের মাটিতে আস্তানাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল অ্যাতলেতিকো।

কাজাখস্তানের দল আস্তানা ম্যাচের প্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে খেলা চালিয়ে যায়। বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও স্বাগতিকরা মাঝে-মাঝেই অ্যাতলেতিকোর ডি-বক্সে আক্রমণ করে। তবে, ভালো ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় প্রথমবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে আসা আস্তানা।

এর আগে গ্যালাতাসারের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় অ্যাতলেতিকো। পরের রাউন্ডে বেনফিকার বিপক্ষে ২-১ গোলে হেরে বসে সিমিওন শিষ্যরা। তৃতীয় রাউন্ডের ম্যাচে এই আস্তানাকেই হারিয়ে দেয় ৪-০ গোলের ব্যবধানে।

চার ম্যাচ পর অ্যাতলেতিকোর পয়েন্ট ৭, শীর্ষে থাকা বেনফিকার পয়েন্ট ৯। সমান ম্যাচ খেলে গ্রুপের তিন নম্বরে চার পয়েন্ট নিয়ে রয়েছে গ্যালাতাসারে আর ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আস্তানা।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।