ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রুনির গোলে ম্যানইউর রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
রুনির গোলে ম্যানইউর রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে হতাশাজনক ড্রয়ের শঙ্কায় ভুগছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষদিকে রেড ডেভিলসদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ওয়েইন রুনি।

তার একমাত্র গোলেই রাশিয়ার সিএসকে মস্কোকে ১-০ গোলে হারায় ম্যানইউ। এরই সুবাদে চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিক ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে তাদের অপেক্ষার অবসান ঘটে। মাইকেল ক্যারিকের ভাসানো বলটি ডি-বক্সের ডান প্রান্ত থেকে এক টাচে রুনির কাছে পাঠান মিডফিল্ডার জেসে লিনগার্ড। নিখুঁত হেডে বল জালে জড়ান ইংলিশ অধিনায়ক। সঙ্গে সঙ্গেই পুরো গ্যালারি যেন উল্লাসে ফেটে পড়ে। নির্ধারিত সময় শেষে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।

রুনির উচ্ছ্বাসটাও ছিল মাত্রা ছাড়ানো। এ যে মাইলফলক ছোঁয়া গোল। ম্যানইউর হয়ে ২৩৭তম গোল করে সাবেক স্কটিশ ফরোয়ার্ড ডেনিস লর পাশে নাম লেখান রুনি। রেড ডেভিলসদের জার্সি গায়ে সর্বোচ্চ ২৪৯টি গোলের মালিক ‍ইংলিশ কিংবদন্তি ববি চার্লটন। ইংল্যান্ডের হয়ে চার্লটনের রেকর্ড ভাঙা রুনি অচিরেই হয়তো ক্লাবের হয়েও তাঁকে ছাড়িয়ে যাবেন!

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে ম্যানইউর সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে ছয় পয়েন্টে দ্বিতীয় স্থানে ডাচ ক্লাব পিএসভি। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে জার্মানির উলফসবার্গ। চার পয়েন্ট নিয়ে তলানিতে সিএসকে মস্কো।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।