ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খাগড়াছড়িতে কারাতে প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
খাগড়াছড়িতে কারাতে প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিজিবির আন্তঃরিজিয়ন কারাতে প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রাম।



বুধবার (০৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জিমনেশিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল মো. হাবিবুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল সাতটি স্বর্ণ, আটটি রৌপ্য ও তিনটি তাম্র্র লাভ করে। এছাড়াও রানার আপ দল বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন সরাইল একটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্র পদক প‍ায়।

এতে চট্টগ্রাম, রংপুর, যশোর ও সরাইল রিজিয়ন অংশ নেয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ, সদর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।