ঢাকা: আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৫ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়।
সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী দলের সর্বমোট ১০১ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেন। ১২টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ০৮টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং ১০টি স্বর্ণ, ০৫টি রৌপ্য আর ০৬টি ব্রোঞ্জ পেয়ে নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দলের সৈনিক মো. মনির হোসেন শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে বিবেচিত হন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আইএ