ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইতিহাসের পাতায় বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ইতিহাসের পাতায় বেলজিয়াম

ঢাকা: নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল বেলজিয়াম। ফিফা ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার দুই ধাপ অবনমন হয়েছে।

যথারীতি দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তিন দলের পয়েন্ট যথাক্রমে ১৪৪০, ১৩৮৮, ১৩৮৩।

বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে। ৭৭ পয়েন্ট নিয়ে ১৮২ থেকে ১৮০তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল।

চার ধাপ টপকে পাঁচ নম্বরে কোপা ‍আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। চিলিয়ানদের পয়েন্ট ১২৮৮। ১১৩০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। বেলজিয়ামের পর র‌্যাংকিংয়ে চিলি-অস্ট্রিয়ার এটিই সেরা অর্জন।

শীর্ষ দশের মধ্যে পর্তুগাল (চতুর্থ) ও স্পেনের (ষষ্ঠ) অবস্থান অপরিবর্তিত রয়েছে। দু’দলের পয়েন্ট যথাক্রমে ১৩৬৪ ও ১২৮৭। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এক ধাপ অবনমন হয়েছে। সাত থেকে অাটে নেমেছে সেলেকাওরা। পয়েন্ট সংখ্যা ১২০৮। দুই ধাপ পিছিয়ে ১২৩৩ পয়েন্টে সাত নম্বরে কলম্বিয়া।

এক ধাপ এগিয়ে দশ নম্বরে থাকা অস্ট্রিয়ার উপরেই রয়েছে ইংল্যান্ড (১১৭৯)। অন্যদিকে, সাত ধাপ অবনমনে শীর্ষ দশ থেকে ১৫ নম্বরে গ্যারেথ বেলের ওয়েলস (১০৩২)।

উল্লেখ্য, আগামী ০৩ ডিসেম্বর ফিফার পরবর্তী ৠাংকিং প্রকাশিত হবে। ইতিহাসে জায়গা করে নেওয়া বেলজিয়ানরা শীর্ষস্থান ধরে রাখতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।