বগুড়া: বগুড়ায় আয়োজিত ১২তম মহাস্থান ট্রফি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিবগঞ্জ উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সারিয়াকান্দি উপজেলা দল।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে উত্তেজনাপূর্ণ এ ফাইনালে সারিয়াকান্দি টাইব্রেকারে ৪-১ গোলে জেতে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-১ গোলে খেলার ফলাফল নিষ্পত্তি হয়। বিজয়ী দলের গোলরক্ষক তুহিন ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
টুর্নামেন্টের সমাপনী দিনে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সহ-সভাপতি নুরুল আল টুটুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জামিলুর রহমান জামিলসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রায় ২০ হাজারেরও অধিক সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। এসময় উপস্থিত অতিথি ও দর্শক অবিলম্বে বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমবিএইচ/এএ