ঢাকা: হকি ফেডারেশনের সভাপতি হওয়ার পর প্রথমবার হকি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন এয়ার মার্শাল আবু এসরার। শনিবার (০৭ নভেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনি বাংলাদেশ দলের অনুশীলন ম্যাচ উপভোগ করেন।
এদিন বাংলাদেশ জাতীয় হকি দল দুইভাগে বিভক্ত হয়ে অনুশীলন করেন। তাদের অনুশীলন ম্যাচ দেখার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই থেকে আড়াই বছর হকির কার্যক্রম প্রায় বন্ধই ছিল। সামনে হকি ফেডারেশনকে এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশে ক্রিকেটের পর হকিকে জনপ্রিয় করে তুলতে চাই। প্রিমিয়ার লিগে ১২টি দল থেকে ১৬ দলে উন্নীত করা হবে। শেখ জামাল ও শেখ রাসেলের মতো বড় ফুটবল ক্লাবকে হকিতে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। ’
হকি ফেডারেশনের সভাপতি আরও বলেন, ‘হকি স্টেডিয়ামের টার্ফ, ফ্লাডলাইট ও জাতীয় দলের জন্য বিদেশি কোচ আনা জরুরি। তবে সবকিছুই অনেক ব্যয়সাপেক্ষ। তাই এ ব্যাপারে সরকারের কাছ থেকে সহায়তা চাওয়া হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। ’
উল্লেখ্য, গত আগস্টে হকি ফেডারেশনের সাবেক সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর স্থলাবিষিক্ত হন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার। তখন সচিবালয় থেকে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কাছ থেকে তিনি হকির দায়িত্ব বুঝে নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমএমএস/আরএম