ঢাকা: টানা দুই ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-০ গোলের জয় পায় রেড ডেভিলসরা।
ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরু থেকেই বল দখলের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। আক্রমণাত্মক ফুটবলে ওয়েস্ট ব্রমের ডিফেন্স ব্যস্ত রাখে রুনি-মার্শাল-শোয়েইনস্টাইগাররা। তবে ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মাথায় অপেক্ষার অবসান ঘটে। ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ডের গোলে লিড নেয় ম্যানইউ। ম্যাচে ফিরতে ভিজিটররা নিশ্চিত কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে চারটি প্রচেষ্টায় গোলমুখে একটি শটও নিতে পারেনি ওয়েস্ট ব্রম।
ইনজুরি সময়ে ডি-বক্সে ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি মার্শালকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্ট ব্রমের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকঅলি। স্পট কিক থেকে গোলের খাতায় নাম লেখান স্প্যানিশ তারকা হুয়ার মাতা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে লু্ইস ফন গালের শিষ্যরা।
পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ শেষে সাত জয়, তিন ড্র ও দুই পরাজয়ে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ম্যানইউ। সমান ম্যাচে ১৪ পয়েন্টে ১২ নম্বরে ওয়েস্ট ব্রম। তিনে থাকা লেইচেস্টার সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলা ম্যানসিটি ও আর্সেনাল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। দু’দলেরই পয়েন্ট সমান ২৫।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএম