ঢাকা: ফ্রেঞ্চ লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ৫-০ গোলে উড়ে গেছে তোলাস। চলতি মৌসুমে এখনো হারের মুখ দেখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্যারিসে খেলা শুরুর ছয় মিনিটের মাথায় গোল উৎসবের সূচনা করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এর ১২ মিনিট পর জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে লিড দ্বিগুন করে পিএসজি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচে ফেরা দূরে থাক, পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণই করে তোলাস। পুরো ম্যাচে সাতটি প্রচেষ্টায় গোলমুখে একটি শটও নিতে পারেনি ভিজিটররা। ৬৬ মিনিটে গোলের খাতায় নাম লেখান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা।
এর ৯ মিনিট পর জোড়া গোল পূরণ করেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ৭৮ মিনিটে ইব্রার পাস থেকেই পঞ্চম গোলটি করেন ডি মারিয়ার বদলি হিসেবে নামা এজেকুয়েল লাভেজ্জি। নির্ধারিত সময় শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে মাতুইদি-ইব্রা-ডেভিড লুইজরা।
পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ শেষে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো সুসংহত করল পিএসজি। সমান ম্যাচে মাত্র ৯ পয়েন্টে ১৯ নম্বরে তোলাস। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক লিওনেইসের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান পয়েন্টে তিন ও চার নম্বরে যথাক্রমে সেইন্ট ইতিয়েন্নে ও অ্যানগারস।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএম