ঢাকা: ১২ ঘণ্টাও বাকি নেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
শুক্রবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বুয়েন্স আইরেসে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
২০১৩-১৪ মৌসুমের বার্সেলোনার কোচ থাকার সুবাদে নেইমারকে খুব কাছ থেকেই দেখেছেন মার্টিনো। একই মৌসুমেই সান্তোস থেকে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। ক্রমেই কাতালানদের হয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। গত মৌসুমেই তিনি বার্সার হয়ে জেতেন ট্রেবল শিরোপা। বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসির অভাবটা যেন বুঝতেই দিচ্ছেন না ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার।
এক সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘নেইমার দুর্দান্ত ফর্মে রয়েছে। বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল দলে তার ফেরাটা হবে দারুণ। প্রতিটি খেলোয়াড়েরই মানিয়ে নিতে সময় লাগে। আমি বার্সায় প্রতিভাবান নেইমারকে কোচিং করিয়েছিলাম। খুব দ্রুতই সে নিজেকে মেলে ধরে। প্রতিনিয়তই নিজের খেলার উন্নতি করছে। আমার মতে, নেইমার বর্তমানে মেসি ও রোনালদোর সমপর্যায়ের খেলোয়াড়। ’
উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে মার্টিনোর শিষ্যরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে। দুই ম্যাচ শেষেও জয়হীন দুইবারের বিশ্বচ্যাম্পিনরা।
অন্যদিকে, চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেলেও ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র এক পয়েন্টে সাত নম্বরে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম