ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিলাসবহুল জেটের মালিক রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিলাসবহুল জেটের মালিক রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের মাঠের রাজা হয়ে থাকতে চাওয়া রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো আকাশ পথের রাজা হতে কিনেছেন বিলাসবহুল একটি প্রাইভেট জেট। পর্তুগিজ অধিনায়ক ব্যতিগত কাজে বিমানটি ব্যবহার করবেন।



ব্রান্ডনিউ ব্যক্তিগত বিমানটি কিনতে রোনালদোর খরচ হয়েছে ১৯ মিলিয়ন ইউরো।

রোনালদো বিমানটি কেনার পর জানান, ইসরাইল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ থেকে ডিজাইন করা হয়েছে আমার কেনা ‘গাল্ফস্ট্রিম জি-২০০’ মডেলের দুই ইঞ্জিনের বিজনেস ক্লাসিক জেটটির।

পর্তুগিজ সংবাদমাধ্যম থেকে জানা যায়, রোনালদোর নতুন এ বিমানটিতে আট থেকে দশ জন যাত্রী একসঙ্গে থাকতে পারবেন। বিমানের ক্রুদের এবং যাত্রীদের জন্য আলাদা বাথরুম, ওয়ারড্রোব, ইন্টারনেট অ্যাকসেস, টেলিফোন, ফ্যাক্স, ইলেকট্রিক ওভেন, ফ্রিজ ইত্যাদি রয়েছে।

সম্প্রতি নতুন কেনা লাক্সারি জেটে চেপে মাদ্রিদ থেকে ব্যাললহ্যামে নিজের ছবির প্রিমিয়ারে উড়ে এসেছিলেন রোনালদো। প্রায় ৭৮৬ মাইল এ বিমানে উড্ডয়ন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।