ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিদানের হ্যাজার্ড স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
জিদানের হ্যাজার্ড স্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: মেসি-রোনালদোর পর বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় কে হতে পারেন? তর্কসাপেক্ষ প্রশ্নই বটে। এক্ষেত্রে অনেক তারকা ফুটবলারের নামই উঠে আসবে।

তবে চেলসির বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ডকেই এগিয়ে রাখছেন জিনেদিন জিদান। ফ্রেঞ্চ কিংবদন্তির মতে, হ্যাজার্ড বর্তমানে বিশ্বের তৃতীয় সেরা খেলোয়াড়।

কিন্তু, এ মৌসুমে অনেকটা নিষ্প্রভ বেলজিয়ান তারকা। অথচ, গতবার চেলসির লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন ২৪ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি, ২০১৪-১৫ মৌসুমে ইংলিশ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন হ্যাজার্ড।

এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘অচিরেই নিজের সেরা ফর্মে ফিরবে হ্যাজার্ড। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। মেসি, রোনালদোর পর সে আমার প্রিয় খেলোয়াড়। তার খেলা দেখাটা দারুণ উপভোগ্য। ’

তাহলে কী পরবর্তী সামার ট্রান্সফার উইন্ডোতেই হ্যাজার্ডকে দলে ভেড়ানোর মিশনে নামবে রিয়াল। রিয়ালের ‘বি’ দলের কোচের ভূয়সী প্রশংসা তো তারই ইঙ্গিত দিচ্ছে। এর আগেও স্প্যানিশ জায়ান্টরা তার ব্যাপারে আগ্রহ দেখায়। জিদানের অভিমত, ‘আমি কী হ্যাজার্ডকে ‍রিয়াল মাদ্রিদে দেখব? তাকে আমি বেশ পছন্দ করি। ক্লাবের কাছে এসব কথাই তুলে ধরব। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।