ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় ছিলেন বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। দুই মৌসুমে তার ৯১ ম্যাচে ৭০ গোল সেটিই প্রমাণ করে।
গত মৌসুমে মোনাকো থেকে ধারের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ফ্যালকাও। তবে ইনজুরি আর ফর্মহীনতায় কলম্বিয়ান তারকার সঙ্গে স্থায়ী চুক্তি করেনি রেড ডেভিলসরা। তাকে কী! হোসে মরিনহোর কল্যাণে ইংলিশ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার।
কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজেও ফ্যালকাও নিজেকে মেলে ধরতে পারছেন না। ব্লুজদের হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচে মাত্র একটি গোল করেছেন। তাইতো এক মৌসুমের ধারের চুক্তি শেষের আগেই তা বাতিল করতে যাচ্ছে চেলসি। ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে গোল ডট কম এমনটিই প্রকাশ করেছে।
সূত্রমতে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফ্যালকাওকে ছেড়ে দেবে চেলসি। তাহলে কী ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতেই ফিরে যাবেন কলম্বিয়ান স্ট্রাইকার? নাকি স্থায়ী বা ধারের চুক্তিতেই নতুন ঠিকানায় পাড়ি জমাবেন! সেটিই এখন দেখার বিষয়।
এদিকে, ফ্যালকাওয়ের পরিবর্তে সম্ভাব্য লক্ষ্যটাও নির্ধারণ করে রেখেছে ইংলিশ জায়ান্টরা। জানা যায়, বায়ার লেভারকুসেন থেকে সাবেক ম্যানইউ তারকা হাভিয়ের হার্নান্দেজ বা ভ্যালেন্সিয়ার তরুণ স্প্যানিস স্ট্রাইকার পাসো আলকাসেরকে দলে ভেড়ানোর চেষ্টা চালাবে চেলসি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএম