ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে নতুন প্রজন্মকে ফুটবলে আগ্রহী করতে এবং মাঠে গিয়ে জাতীয় দলকে সমর্থন যোগাতে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ‘রাইজ অব ফুটবল’ শিরোনামের এই প্রচারণার আয়োজন করে ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি।
বাংলাদেশ অধিনায়ক স্কুল থেকে স্কুলে গিয়েছেন এ ব্যপারে প্রচারণা চালাতে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রথমে তিনি যান মিরপুরের স্কলাস্টিকা স্কুলে। সেখানে মামুনুলকে পেয়ে ভিড় করেন উৎসাহী ছাত্র-ছাত্রীরা। অল্প সময়ের মধ্যে মামুনুলকে ঘিরে অটোগ্রাফ শিকারীদের ভিড় বড় হতে থাকে।
মামুনুলও ফুটবল নিয়ে নেমে পড়েন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে। খেলার পর শুরু হয় ক্রসবার চ্যালেঞ্জ। বারে বল লাগাতে পারলেই মিলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট। মামুনুল নিজে সবার আগে সে চ্যালেঞ্জের প্রমাণ দেন। পাঁচজন ছাত্র ক্রসবারে বল লাগিয়ে জিতে নেন ম্যাচ টিকিট।
স্কলাস্টিকা স্কুল থেকে এরপর মামুনুল যান লে. শহীদ আনোয়ার গার্লস কলেজে। সেখানে ছাত্রীদেরকে একইভাবে আহবান জানান বাংলাদেশের ফুটবলে সমর্থন জানানোর জন্য। স্কুলের মেয়েদেরকে পেনাল্টি শুটআউট চ্যালেঞ্জের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। মধ্যমাঠ থেকে গোল করে ভাগ্যবান আটজন জিতে নিয়েছেন ম্যাচ টিকিট। এখানেও যথারীতি মামুনুলকে ঘিরে ছাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেকেই মামুনুলের সঙ্গে ছবি তোলা, সেলফি তোলা ও অটোগ্রাফ নেয়ার জন্য ভিড় করেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এমআর