ঢাকা: ৪৪ বছরের ইউরো খরা কাটাল হাঙ্গেরি ফুটবল দল। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ অ্যাগ্রিগেটে জিতে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিল দলটি।
প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকার পর ঘরের মাঠ বুদাপেস্টের গ্রুপামা অ্যারিনায় এদিন নরওয়েকে আতিথিয়েতা জানায় হাঙ্গেরি। আর টিম প্রিসকিনের ১৪ মিনিটের গোলেই এগিয়ে যায় দলটি। পরে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৮৩ মিনিটে লিড দ্বিগুন করে হাঙ্গেরি। তবে নরওয়েজিয়ান ফুটবলার নায়ল্যান্ডের আত্মঘাতি গোলের সুবাদে ব্যবধান বাড়ায় হাঙ্গেরি। কিন্তু চার মিনিট পর সফরকারী মিডফিল্ডার মার্কাস হেনরিকনেসের গোল করলেও হার এড়াতে পারেনি। পরে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হাঙ্গেরি।
হাঙ্গেরি সর্বশেষ ১৯৭২ সালে ইউরোতে অংশগ্রহন করেছিল। আর ৩০ বছর পর দলটির এটি বড় কোন টুর্নামেন্টে অংশগ্রহন। ১৯৮৬’র বিশ্বকাপে সর্বশেষ দলটি নিজেদের জায়গা করে নিয়েছিল।
এদিকে ২০১৮ বিশ্বকাপ খেলতে হলে নরওয়ের আরো একটি সুযোগ রয়েছে। দলটি সর্বশেষ ২০০০ সালে ইউরোর পর বড় কোন আসরে জায়গা পায়নি।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস