ঢাকা: ক্যারিয়ারের ইতিটা দারুণ হলো কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেসের। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে নিউইয়র্ক কোসমোসকে শিরোপা জিতিয়েই সব ধরনের খেলা থেকে অবসরে গেলেন স্পেন জাতীয় দলের সাবেক এ স্ট্রাইকার।
রাউলের পুরো ফুটবল ক্যারিয়ারটা দারুণ উপভোগ্য ছিল। স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায় জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছর কাটান এ তারকা। জার্মান বুন্দেসলিগায় শালকের পর কাতারের দল আল সাদের হয়ে খেলেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে মেজর লিগে কোসমোসের হয়ে নাম লেখান।
ম্যাচে এদিন গ্যাস্টোন সেলেরিনোর হ্যাটট্রিকে ২০১০ সালের পর শিরোপা উদ্ধার করে কোসমোস। আর ৩৮ বছর বয়সী রাউল এরই মধ্যে ২১ বছরের ক্যারিয়ারে ২২টি শিরোপা উদযাপন করেন।
ক্যারিয়ারে লম্বা সময় রিয়ালে কাটানো রাউল দলটির হয়ে ছয়টি লিগ শিরোপা জেতেন। আর ইউরোপ সেরা লড়াই চ্যাম্পিয়নস লিগে তিনবার ট্রফির স্বাদ পান।
জাতীয় দল স্পেন সহ বিভিন্ন ক্লাবের হয়ে রাউল ১ হাজার ৩৪টি ম্যাচ খেলেছেন। আক্রমণভাগে খেলা এ তারকা ৪৩২টি গোলও করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস