ঢাকা: ফেড কাপের ফাইনালে নারীদের ম্যাচে লড়ছিল রাশিয়ান ও চেক প্রজাতন্ত্র দল। যেখানে রাশিয়াকে প্রতিনিধিত্ব করেন মারিয়া শারাপোভা ও চেকদের দলে ছিলেন আরেক তারকা পেত্রা কেভিতোভা।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্যারাগেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার এ ফাইনালে প্রথমে কেভিতোভার বিপক্ষে ৩-৬, ৬-৩ ও ৬-২ সেটে জিতে নেন শারাপোভা। তবে চেক তারকা কারোলিনা প্লিসকোভা ৬-৩ ও ৬-৪ সেটে আনাসতাসাই পাভলোচেনকোভার বিপক্ষে জয় পেলে ফাইনালটি ডাবলসের জন্য নির্ধারিত হয়।
পরে নারী ডাবলসের এ ফাইনালে পাভলোচেনকোভা ও এলিনা ভেনসনিনা প্রথম সেট জিতে চালকের আসনে রাশিয়াকে নিয়ে যান। তবে প্লিসকোভা ও বারবোরা স্টারকোভা স্বাগতিকদের শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে জেতান।
গত পাঁচ বছরের মধ্যে ফেড কাপে চেক প্রজাতন্ত্রের এটি চতুর্থ শিরোপা জয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস