ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বল পায়ে সঠিক পথেই ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বল পায়ে সঠিক পথেই ফিরছেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় দু’মাস ধরে মাঠের বাইরে ছিলেন হাঁটুর ইনজুরিতে পড়া বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে, বল পায়ে আবারো মাঠে ফিরেছেন তিনি।

বার্সার ‘বি’ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে খেলায় ফিরতে মরিয়া মেসি শেষ মুহূর্তে নামতে পারবেন কী না তার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী ২১ নভেম্বর (শনিবার) পর্যন্ত। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

নিজের ফিটনেস ফিরে পেতে অনুশীলন করা মেসি বর্তমানে রয়েছেন কাতালানদের ‘বি’ দলের কোচ জেরার্ড লোপেজের অধীনে। বার্সার প্রাণভোমরা মেসি প্রসঙ্গে তিনি জানান, ‘সে বেশ দারুণভাবে নিজেকে ফিরে পাচ্ছে। সে অনুশীলনে সম্পূর্ণ সময় ব্যয় করে। আমি তাকে বেশ উৎফুল্ল অবস্থায় অনুশীলনে দেখেছি। সঠিকভাবেই মেসি নিজেকে ফিরে পাচ্ছে বলে আমার মনে হয়। ’

২৮ বছর বয়সী মেসি প্রসঙ্গে লোপেজ আরও যোগ করেন, ‘মেসি আমার দলটির সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নিয়েছে। এমনকি আমাদের প্রস্তুতির সকল কৌশলে সে সাহায্য করে। আমি মনে করি মেসি দুই সেশনের জন্য অনুশীলন করলে দুই-তিনদিনের মধ্যেই ম্যাচে নামার মতো উপযোগী হয়ে উঠবে। ’

গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে খেলতে নেমে হাঁটুর ইনজুরিতে পড়ে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি। অবশ্য, তার অনুপস্থিতিতে এখন পর্যন্ত নয় ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বার্সা। শুধুমাত্র মেসিবিহীন প্রথম ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার মানে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।