ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রিমিয়ার লিগই আনচেলত্তির পরবর্তী ঠিকানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্রিমিয়ার লিগই আনচেলত্তির পরবর্তী ঠিকানা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে চান কার্লো আনচেলত্তি। গত মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের কোচের পদ হারান গ্যালাকটিকোদের ‘লা ডেসিমা’ জেতানো এ ইতালিয়ান কোচ।

এর পর থেকেই তিনি কোচিং পেশার বাইরে। এখন শুধু ইংল্যান্ডে ফেরার প্রহর গুনছেন!

এর আগে ২০০৯ সাল থেকে দুই মৌসুম চেলসির কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। এরপর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) হয়ে দু’বছর আগে বার্নাব্যুতে পাড়ি জমান। তার অধীনে প্রথম মৌসুমেই রিয়ালের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দশম চ্যাম্পিয়নস লিগের (লা ডেসিমা) শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু, ২০১৪-১৫ মৌসুমে লস ব্লাঙ্কসদের ছন্দপতন ঘটে। এর জের ধরেই আনচেলত্তির ওপর আস্থা হারায় রিয়াল। তার স্থলাভিষিক্ত হন রাফা বেনিতেজ।

অবশ্য, চলতি মৌসুমে কোচিং পেশায় ফিরবেন না আনচেলত্তি। বাতাসে জোর গুঞ্জন, হোসে মরিনহোর পর আনচেলত্তিও দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হতে পারেন। তাছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে ব্লুজদের পারফরম্যান্স বেশ হতাশাজনকই বলা চলে। ১২ ম্যাচ শেষে মাত্র ১১ পয়েন্টে ১৬ নম্বরে চেলসি!

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘ফ্রান্স ও স্পেনে আমার চমৎকার অভিজ্ঞতা রয়েছে। এখন একটি ক্লাবের কোচ হতে চাই যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ইংলিশ লিগ হলে তো সেটি খুবই ভালো। সেদিকেই দৃষ্টি রাখছি। চলতি মৌসুমে নয়, আগামী মৌসুমেই কোচিং পেশায় ফিরতে চাই। ইংল্যান্ডই হতে হবে এমনটি ভাবার কারণ নেই। অন্য কোনো দেশের লিগও হতে পারে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগই আমার প্রথম পছন্দ। ’

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।