ঢাকা: ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তাভীতি পেয়ে বসেছিল অস্ট্রেলিয়া ফুটবল দলকেও।
রাত ৮টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে করে আসে সফরকারীরা। মোট ৪৪ সদস্যের একটি দল এসেছে বাংলাদেশে।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও সফর পিছিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন। এরও আগে দুই দেশের ফুটবল ফেডারেশন, অস্ট্রেলিয় সরকার, বাংলাদেশ সরকার, ফিফা ও এএফসির কয়েকদফা আলোচনার পর ১৭ নভেম্বর ম্যাচের দিন নির্ধারণ করে সকারুরা।
ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতেও ফেভারিট অস্ট্রেলিয়া। তিন পয়েন্টের জন্যই বাধ্য হয়ে খেলতে এলো অজিরা। তবে, তার আগে বেশ নাটক করেই আসতে হলো সফরকারীদের।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর/এইচএল