ঢাকা: শনিবার (২১ নভেম্বর) হতে যাচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এ ম্যাচের আগে শঙ্কায় ছিলেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।
লা লিগার খেলায় লাস পালমাসের বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। হাঁটুর ইনজুরিটি গুরুতর হওয়া আট সপ্তাহের জন্য বিশ্রাম পান বার্সার প্রান ভোমরা। তবে কাতালানদের পক্ষ থেকে বলা হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে (এল ক্লাসিকো) ম্যাচের আগে ফিরবেন তিনি। দলের সঙ্গে আরো যোগ দিয়েছেন মিডফিল্ডার ইভান রাকিটিচ। বার্সার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসব তথ্য জানানো হয়।
রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে বার্সা জিততে পারলে লা গ্যালাকটিকোদের থেকে ছয় পয়েন্ট ব্যবধান গড় লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করতে পারবে। আর নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে মেসি ফেরায় এ ম্যাচে ট্রেবল জয়ী দলটিকেই সমর্থকরা এগিয়ে রাখবে।
মেসি প্রসঙ্গে বার্সার বি দলের কোচ জেরার্ড লোপেজ জানান, ২৮ বছর বয়সী এ তারকা দারুণ অনুশীলন করেছেন। আর তার ফিটনেসে ইতিবাচক দিক দেখা গিয়েছে।
লোপেজ বলেন, ‘লিও অনুশীলন শেষ করেছে। তাকে ফিট মনে হয়েছে। আর তার সুস্থ হওয়ার দিকটিও ইতিবাচক ছিল। অনুশীলনে সে দারুণ সতেজ ছিল। মেসি ফিরে আসাটা দলের জন্যও বেশ ভালো প্রভাব ফেলবে। ’
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৫
এমএমএস