ঢাকা: ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই দুই দল স্টেডিয়ামে প্রবেশ করেছে।
স্টেডিয়ামের প্রবেশ পথের এলাকা ঢেকে গেছে নিরাপত্তার আড়ালে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থান নিয়েছেন স্টেডিয়াম ঘিরে। পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সিধারীদের সমর্থক এবং সকারুদের সমর্থকরা খেলা উপভোগ করার জন্য স্টেডিয়ামে প্রবেশ করছেন। দুপুর আড়াইটার দিকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে। স্টেডিয়ামের নিচে সকল দোকান বন্ধ রাখা হয়েছে।
পুরো স্টেডিয়াম চত্ত্বরে নিরাপত্তার মাত্রা এতটাই বেশি যে, শুধুমাত্র সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউই সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারছেন না। স্টেডিয়ামে প্রবেশের আগেই দর্শকদের দেহ তল্লাশি করে নেওয়া হচ্ছে।
ফিফার নিয়মানুযায়ী যে নিরাপত্তা একটি ফিফাভুক্ত দলকে দেয়া হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা একই রয়েছে। স্টেডিয়ামে রয়েছে চার স্তরের নিরাপত্তা; মাঠের ভেতরের নিরাপত্তা, গ্যালারির নিরাপত্তা, স্টেডিয়ামের ভেতরের গেট ও বাইরের গেট, সবখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। শুধু তাই না, মাঠের আশে পাশে বড় বড় ভবন গুলোতেও সতর্ক অবস্থান নিয়েছেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী।
মাঠে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীরা বেশ সতর্কতা নিয়ে নিরাপত্তা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। দর্শকরা মাঠে শুধুমাত্র মোবাইল নিয়ে প্রবেশ করতে পারছেন। কোনো ব্যাগ, পানির বোতল কিংবা ক্যামেরা নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে। তবে, বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতেও ফেভারিট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর