ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কস্তায় রেহাই চেলসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কস্তায় রেহাই চেলসির ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে একের পর এক ম্যাচ হেরে চলা হোসে মরিনহোর শিষ্যরা স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচে জয় তুলে নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে বর্তমান চ্যাম্পিয়নরা এখন ১৩, ১৪ আর ১৫ সংখ্যার সঙ্গে জড়িয়ে।

নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে ১৩ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট অর্জন করলো চেলসি। পয়েন্ট টেবিলের ১৫তম অবস্থানে থাকা দলটির হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো কস্তা।

প্রায় ৪২ হাজার দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠে নরউইচকে আতিথ্য দেয় চেলসি। দবে, ব্লুজদের বাজে ফর্মকে কাজে লাগিয়ে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল আদায় করতে দেয়নি অতিথিরা। দ্বিতীয়ার্ধের কষ্টার্জিত গোলে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুর একাদশে চেলসি কোচ হোসে মরিনহো মাঠে তার শিষ্যদের ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে থাকেন। একাদশে মাঠে নামান বেগোভিচ, ইভানোভিচ, জোউমা, জন টেরি, কেনেডি, ফ্যাব্রেগাস, ম্যাটিক, পেদ্রো, উইলিয়ান, এডেন হ্যাজার্ড আর দিয়েগো কস্তাকে। তবে, বদলি হিসেবে মাঠে নেমেছিলেন অস্কার, রামিরেস এবং আজপিলিচুয়েতা।

ম্যাচের ৬৪তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক চেলসি। ফ্যাব্রেগাসের অ্যাসিস্ট থেকে গোল করেন কস্তা। আর এই একটি গোল নিয়েই পুরো ম্যাচে সন্তুষ্ট থাকতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।