ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার টিম বাসে হামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আর্জেন্টিনার টিম বাসে হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ার্ল্ড হকি লিগ ফাইনালের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে আর্জেন্টিনার টিম বাসে পাথর নিক্ষেপ করা হয়েছে। তবে, কোনো খেলোয়াড় এ ঘটনায় গুরুতর আহত হননি।



ভারতের মাটিতে ওয়ার্ল্ড হকি লিগ ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ছত্রিশগড়ে দর্শক ভর্তি স্টেডিয়ামে আর্জেন্টাইনদের বিপক্ষে স্বাগতিক ভারত ৩-০ গোলে হেরে বসে। অতিথিদের হয়ে জোড়া গোল করেন গঞ্জালো পেইলাত। বাকি গোলটি আসে জোয়াকুইন মেনিনির স্টিক থেকে।

ম্যাচে ৩-০ গোলে জয়লাভের পর স্থানীয় সয়ম রাত সাড়ে নয়টার দিকে টিম হোটেলের উদ্দেশ্যে রওয়ানা দেয় আর্জেন্টিনা। রায়পুরে পৌঁছালে দলটির খেলোয়াড়দের লক্ষ্য করে তাদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে স্থানীয়রা। এরপর সশস্ত্র পুলিশি পাহারায় অতিথি দলটিকে হোটেলে নিয়ে যাওয়া হয়। ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন রায়পুর রেঞ্জের আইজি জিপি সিং।

রায়পুরের আইজি জানান, বাসের ভেতরে থাকা কোনো খেলোয়াড় আহত হননি। আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছি। খেলোযাড়দের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। অংশ নেওয়া প্রতিটি দলের জন্য আমরা আরও সতর্ক থাকবো। হকি ফেডারেশনকেও এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ছত্রিশগড়ের রায়পুর স্টেডিয়ামে ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড হকি লিগ ফাইনালের ম্যাচগুলো চলবে ০৬ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।