ঢাকা: প্যারিস হামলার ক’দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি দেশটিতে। পুরো ফ্রান্স জুড়ে আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ফুটবলের আন্তর্জাতিক সূচির পর আবারও শুরু হচ্ছে ঘরোয়া লিগের খেলা। আগামী সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নামছে বড় দলগুলো। তবে নিরাপত্তার খাতিরে অ্যাওয়ে সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আগামী শনিবার লোরেন্টের বিপক্ষে খেলতে যাচ্ছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এ ম্যাচে সন্ত্রাসীদের হামলায় ১৩২ জন নিহতদের স্মরণে পরিধান করা হবে বিশেষ জার্সি। যেখানে জার্সিটিতে ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকবে ‘জে সুইস প্যারিস’ যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আমরা প্যারিসের পাশে আছি’।
প্যারিস হামলার দিন স্তেদে দ্যা ফ্রান্সে জার্মানের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স জাতীয় দল। খেলা চলাকালীন স্টেডিয়ামের বাইরে বোমা ফাটানো হয়। সেই হামলায় নিহত হন তিনজন। তবে মাঠের ভেতর হামলার কোন প্রভাব পড়েনি।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস