ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারকে প্রিমিয়ার লিগে চান রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নেইমারকে প্রিমিয়ার লিগে চান রোনালদিনহো নেইমার ও রোনালদিনহো

ঢাকা: গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে ভেড়াতে এক প্রকার উঠেপড়েই লেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এক কথাই বার্সেলোনা ছাড়ার গুজব উড়িয়ে দেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

কিন্তু, চলমান কর ফাঁকির মামলার জেরে সম্প্রতি নেইমারের স্পেন ছাড়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেন তার বাবা নেইমার ডা সিলভা সান্তোস। এতেই ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর গুঞ্জন জোড়ালো হচ্ছে।

তবে লা লিগার মতো ইংলিশ লিগেও কী নেইমার নিজেকে মেলে ধরতে পারবেন? ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর মন্তব্যে আশ্বস্ত হতেই পারে ইংলিশ জায়ান্টরা। দু’বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মতে, ইংলিশ লিগে সহজেই মানিয়ে নেবে নেইমার।

বার্সেলোনার হয়ে খেলার সময় পাঁচ মৌসুমে দু’টি লা লিগা সহ একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন রোনালদিনহো। তার উত্তরসূরী নেইমার এরই মধ্যে কাতালানদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার আক্রমণভাগের নেতৃত্বভার থাকছে ব্রাজিলিয়ান তারকার কাঁধে।

ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘বিশ্বের সব লিগেই সফল হবে নেইমার। খেলোয়াড়ি জীবনে যেকোনো সময় যে কেউই ক্লাব পরিবর্তন করতে পারে। এটা অস্বাভাবিক নয়। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে ইংলিশ লিগ অন্যতম কঠিন। তবে আমার বিশ্বাস, ইংল্যান্ডেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে নেইমার। বার্সা তাকে কী কারণে ছাড়বে তা আমার বোধগম্য নয়। কিন্তু, শেষ পর্যন্ত এমনটি হলে নিশ্চিতভাবেই ট্রান্সফির ফি’র রেকর্ড ঘটবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।