ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’ এর পৃষ্ঠপোষকতায় শনিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৫’। নয় দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
শনিবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে প্রথম বিভাগ লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মোশারফ হোসেন রাজিব, হেড অব মার্কেটিং মার্সেল (নর্থ), আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
এবারের আসরে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করা হয়েছে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী ২০১৬ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। আর রেলিগেশন প্রাপ্ত দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।
মার্সেল প্রথম বিভাগ দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন ক্লাবের মধ্যে রয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টিং ক্লাব, একসেস চেস ক্লাব, বসির মেমোরিয়াল চেস ক্লাব, দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, মহাখালী প্রদীপ সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রতিভা (সাইফ পাওয়ারটেক), ডেসটিনি, মীর চেস ক্লাব ও অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এমআর