ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুজব উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এমনকি ২০১৬ ট্রান্সফার উইন্ডোতে পর্তুগিজ তারকাকে বিক্রির কোনো পরিকল্পনা নেই বলেও তিনি নিশ্চিত করেন।
গত মৌসুম থেকেই রোনালদোর বার্নাব্যু ছাড়ার গুঞ্জন চলছে। সদ্যই অ্যাঙ্গেল ডি মারিয়ার ফেসবুক পেইজে ট্রান্সফার বিষয়ক একটি পোস্টকে কেন্দ্র করে সিআর সেভেনকে ঘিরে গুজবে যেন বাড়তি হাওয়া লাগল! রোনালদোর কারণে ডি মারিয়ার ফেসবুক অপসারণ
এক প্রেস কনফারেন্সে রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘যারা বলে আমি রোনালদোকে বিক্রি করতে চাই তারা না জেনেই কথা বলছে। সাংবাদিকদের এসব খবরে আমি বিরক্ত। আমি নাকি রোনালদোকে বিক্রির জন্য মিটিংও করেছি। এমন গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তাছাড়া রোনালদো কখনো কোচ বা ক্লাবের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেনি। এতেই তো আমার অবস্থান পরিস্কার হচ্ছে। ’
পেরেজ উল্লেখ করেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে, পিএসজির বিপক্ষে ম্যাচের দিনই (চ্যাম্পিয়নস লিগ) তাদের প্রেসিডেন্টের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এমনকি দাবি ওঠে, পিএসজি প্রেসিডেন্ট ও রোনালদোর এজেন্টের কাছে আমি রোনালদোকে বিক্রির ব্যাপারটি এড়িয়ে যায়নি। প্রতিদিনই আমাকে এমন ভিত্তিহীন খবর শুনতে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএম